বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ছদ্ম বেশে দেশটির প্রধান পুলিশ একাডেমিতে প্রবেশ করে এ বোমা হামলা চালানো হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দেশটির রাজধানী মোগাদিসুর ওই একাডেমিতে সকালে প্যারেডের জন্য জমায়েত হচ্ছিলেন পুলিশ সদস্যরা।
পুলিশ প্রধান জেনারেল মুকতার হুসেইন আফরাহ বলেন, ১৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১৫জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘হামলাকারী পুলিশ ইউনিফর্ম পরিহিত ছিল। তাই ক্যাম্পে সে সহজে প্রবেশ করতে পেরেছে। ’
প্রত্যক্ষদর্শী হুসেইন আলী সাংবাদিকদের জানান, কিছু পুলিশ সদস্য লাইনে দাঁড়িয়েছিলেন। অন্যদের কেউ কেউ জড়ো হচ্ছিলেন। এর মধ্যেই ইউনিফর্ম পরিহিত একজনের কাছে বোমাটি বিস্ফোরিত হয়।
পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মেদ বলেন, পুলিশ সদস্যদের লাইনে ভেতরে ঢুকে যায় আত্মঘাতী। তাই বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
এদিকে আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী আল শাবাব দাবি করেছে, এ ঘটনায় ২৭ জনের প্রাণহানি ঘটেছে।
বিবৃতিতে সংগঠনটি বলছে, ‘এটি ছিল একটি জিহাদি অপারেশন, যেখানে পুলিশ একাডেমিকে লক্ষ্যবস্তু করেছিল ওই মুজাহিদীন। ’
২০১১ সাল থেকে সোমালিয়ায় জঙ্গি কার্যক্রম চালাচ্ছে আল শাবাব।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এমএ