ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দিলে দেখে নেয়া হবে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দিলে দেখে নেয়া হবে!

ঢাকা: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দেয়ার ব্যাপারে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি হ্যালি।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রতিবাদে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব উত্থাপন করেছে ফিলিস্তিন। এ ব্যাপারে ভোটাভুটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একই ইস্যুতে উত্থাপিত মিশরের প্রস্তাব নাকচ হয়ে যায় যুক্তরাষ্ট্রের একার ভেটোতে।

ইসরায়েলের দৈনিক হারেৎজ পত্রিকার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সদস্য রাষ্ট্রগুলোকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দেয়ার পরিণাম স্মরণ করিয়ে দিয়ে নিক্কি হ্যালি বলেছেন, বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটাভুটি খুবই গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দাতা দেশগুলোর ব্যাপারে রিপোর্ট করার জন্যও তাকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন হ্যালি।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এর বিরুদ্ধে নিন্দায় সরব হয় পুরো বিশ্ব। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রতিবাদে ভোটাভুটিতে স্থায়ী ও অস্থায়ী সদস্যগুলোর সবাই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ‍বিরুদ্ধে ভোট দেয়। তবে একার যুক্তরাষ্ট্রের ভোটাভুটিতে নাকচ হয়ে যায় ওই প্রস্তাব।

এর পরপরই বিষয়টি জাতিসংঘ সাধারণ অধিবেশনে উত্থাপন করে ফিলিস্তিন। সেখানে আগামী বৃহস্পতিবার ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের আশঙ্কা নিরাপত্তা পরিষদের মতো সাধারণ পরিষদেও লজ্জার মুখে পড়তে হতে পারে তাদের। সেই পরিস্থিতি বিবেচনা করেই মার্কিন দূতের এই আগাম হুঁশিয়ারি বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।