ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মদ্যপ অবস্থায় ড্রাইভিংয়ে মানুষ মারলে ৭ বছর জেল ভারতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
মদ্যপ অবস্থায় ড্রাইভিংয়ে মানুষ মারলে ৭ বছর জেল ভারতে প্রতীকী ছবি

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় কোনো দুর্ঘটনায় মানুষ মারলে ভারতে এখন থেকে সাত বছর জেল খাটতে হবে চালককে। আগে এই সাজা ছিল দুই বছর। একইসঙ্গে যানবাহন রেজিস্ট্রেশনের সময়ই থার্ডপার্টি ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজ্যসভায় এ সংক্রান্ত সংশোধনী বিল পেশ করা হয়েছে।

এর আগে একটি স্থায়ী কমিটি পরিবহন মন্ত্রণালয়কে সুপারিশ করেছিল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মানুষ মারায় দোষী সাব্যস্ত হলে তার ১০ বছরের সাজা দেওয়ার।

একই সঙ্গে যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য বিষয়টি পাঠানো হয়।  

এছাড়া দেশের মধ্যে চলা অনন্তত অর্ধেক যানবাহনের থার্ড পার্টি বিমা নেই। এদের মধ্যে আবার অধিকাংশই দ্বিচক্রযান। ইন্স্যুরেন্সহীন বাহনে দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ না পাওয়ার সম্ভাবনা থাকে প্রবল। তাই রাস্তায় চলাচল করা প্রত্যেক যানবাহনের ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।