ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোশাররফ আমার মাকে হত্যা করেছেন: বিলওয়াল 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
মোশাররফ আমার মাকে হত্যা করেছেন: বিলওয়াল 

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার ঘটনায় তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে দায়ী করেছেন তার ছেলে বিলাওয়াল ভুট্টো। 

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার ঘটনায় তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে দায়ী করেছেন তার ছেলে বিলাওয়াল ভুট্টো।  

শুক্রবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

 

খবরে বলা হয়, সম্প্রতি গারহি খোদা বক্স শহরে মা বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিলওয়াল এ দাবি করেন।

এ সময় বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সভাপতি বিলাওয়াল। অনুষ্ঠানস্থলে তার দুই বোনও সেখানে উপস্থিত ছিলেন।

বিলাওয়াল ভুট্টো বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করেছি। আমরা এখান থেকে বিচার পাইনি। আমার সম্মানীয় বাবা বিচার পাননি। আমিও বিচার পাইনি।

`আমার মায়ের হত্যাকাণ্ডের সঙ্গে পারভেজ মোশাররফ জড়িত। তিনি আমার মায়ের খুন। কিন্তু আমরা তার বিচার পাইনি। ’

এ সময় উপস্থিত তার কর্মী-সমর্থকরাও ‘মোশাররফ খুনি’ বলে স্লোগান দিতে থাকেন।  

২০০৭ সালে নির্বাচনের আগে রাওয়ালপিন্ডিতে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় চালানো বোমা হামলায় মারা যান বেনজির ভুট্টো। তিনি ছিলেন দেশটির নির্বাচত দুইবারের প্রধানমন্ত্রী। দায়িত্ব পালন করেছেন পিপিপির সভাপতি হিসেবেও।  

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।