ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২ নাইজেরিয়ার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১১ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এখবর জানা যায়।

বুধবার (০৩ জানুয়ারি) নাইজেরিয়ার সীমান্তবর্তী শহর গামবোরুতে এ আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে।

ক্যামেরুন সীমান্তবর্তী এ অঞ্চলটি আগেও বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মসজিদে সকালের নামাজ চলাকালে একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা সেখান থেকে হামলাকারীসহ ১২ জনের মরদেহ উদ্ধার করে। বিস্ফোরণের ফলে মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়।  

এখনও কোনো সংগঠনের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়নি। তবে হামলার ধরণ ও স্থান বিবেচনার করলে জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলা চালিয়ে থাকতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

২০০১ সালে প্রতিষ্ঠিত নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন ২০০৯ সাল থেকে পশ্চিমা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সশস্ত্র অভিযানে নামে। আত্মঘাতী বোমা হামলা তাদের প্রধান যুদ্ধপদ্ধতি এবং তারা আদর্শ বাস্তবায়নে চরমপন্থি। ২০১২ সালে ৬২০ জন ও ২০১১ সালে ৪৫০ জন নিরীহ মানুষকে হত্যার জন্য এ দলটিকে দায়ী করা হয়। বলা হয়, এ পর্যন্ত কমপক্ষে ২০ হাজার মানুষকে হত্যা করছে তারা।  

বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এনএইচটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।