সোমবার (৮ জানুয়ারি) দেশটির তথ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এ খবর জানানো হয়। স্টেডিয়ামে নারীদের অংশগ্রহণে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজধানী রিয়াদে।
বিবৃতিতে জানানো হয়, রিয়াদের পাশাপাশি ৮ জানুয়ারি জেদ্দায় অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচ এবং ১৮ জানুয়ারি দাম্মামে অনুষ্ঠেয় তৃতীয় ম্যাচও নারীরা উপভোগ করতে পারবেন স্টেডিয়ামে ঢুকে।
সৌদি নারীরা বহু বছর ধরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় নিষেধাজ্ঞার মধ্যে বসবাস করে আসছেন। পড়ালেখা থেকে শুরু করে বাড়ির বাইরে যাওয়ার জন্যেও একজন অভিভাবকের (বাবা, স্বামী অথবা ভাই) অনুমতি দরকার হয় তাদের।
কিন্তু গত বছরের মাঝামাঝি সময়ে সৌদির যুবরাজ পদে মোহাম্মদ বিন সালমান আসার পর থেকে এসব নিষেধাজ্ঞা শিথিল করে চলেছে দেশটির সরকার। আসছে আরও নানা সংস্কারবাদী পরিবর্তনও। এরই অংশ হিসেবে গত জুনে সৌদি নারীরা গাড়ি চালানোর অনুমতি পান।
ক্রাউন প্রিন্সের পরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে সৌদিকে তেলভিত্তিক অর্থনীতি থেকে সরিয়ে নিয়ে আসা হবে। এ পরিকল্পনার অংশ হিসেবে প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। জানা যায়, মার্চ মাসেই চালু হবে সৌদি আরবের প্রথম প্রেক্ষাগৃহটি।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এনএইচটি/এইচএ/