ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দোকলামে চীনের বিশাল সামরিক কমপ্লেক্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
দোকলামে চীনের বিশাল সামরিক কমপ্লেক্স চীনের সামরিক স্থাপনার স্যাটেলাইট ছবি।


দোকলাম নিয়ে চীনা ও ভারতীয় বাহিনী টানা ৭০ দিন পরস্পরের মুখোমুখি অবস্থান নিয়েছিল। সেখানে টান টান উত্তেজনাকর অবস্থার অবসান হওয়ার ৫ মাসের মাথায় চীন সেখানে এক সুবিশাল সামরিক কমপ্লেক্স গড়ে তুলছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে কমপ্লেক্সটির বেশ কিছু স্যাটেলাইট ইমেজ তুলে ধরা হয়েছে।

তাতে বিরোধপূর্ণ দোকলামের পুরো এলাকাকে দেখানো হয়েছে। জায়গাটি সিকিমের পূর্ব দিকে অবস্থিত।
বাঁ দিকে রয়েছে সিকিমের দোকা লা। যেখানে রয়েছে ভারতীয় বাহিনীর পোস্ট। আর এর পূর্ব দিকে রয়েছে দোকলাম ও চীনের মধ্যবর্তী সিনচে লা গিরিপথ। যা চুম্বি উপত্যকা নামে পরিচিত।

ভারতীয় বাহিনীর পোস্টের ঠিক ৮১ মিটার দূরেই চীনারা এই সুবিশাল সামরিক স্থাপনাটি গড়ে তুলছে।

যে জায়গাটিতে চীন তার স্থাপনা গড়ে তুলছে সেটি ভারতের প্রতিবেশী দেশ ভুটান নিজের এলাকা বলে দাবি করছে।

দোকলাম এলাকাটির মোট আয়তন ১০ কিলোমিটার। স্যাটেলাইট ইমেজে সেখানে সামরিক সুড়ঙ্গ ও দুটি হেলিপ্যাড দেখা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।