বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর প্রদেশের মাথুরা গ্রামে গুলিবিনিময়ের সময় শিশুটির মাথায় গুলি লাগে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রাজ্যটির রাজধানী লাখনৌ থেকে ৪৫০ কিলোমিটার দূরে মাথুরা গ্রামে ডাকাতি ও লুটপাটে জড়িত দুর্বৃত্তদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়।
পুলিশ জানায়, ওই গ্রামে লুকিয়ে থাকা ডাকাতদের ধরতে পুলিশের একটি দল সেখানে যায়। ডাকাতদের আত্মসমর্পণ করতে বলা হলে তারা গুলি চালায়।
গ্রামবাসী বলছে, সন্ত্রাসীদের একসঙ্গে জড়ো করতে পুলিশ গুলি চালানো শুরু করে। কিন্তু পুলিশের কর্মকর্তারা তা অস্বীকার করেছেন।
শিশুটির পরিবার জানায়, ভরদ্বাজ বন্ধুদের সঙ্গে খেলছিল। এ সময় তার মাথায় গুলি এসে লাগলে গ্রামবাসীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।
পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ শিশুটির মা-বাবার জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।
পুলিশ কর্মকর্তা স্বপ্নিল মামগাই সাংবাদিকদের বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমি ওই পরিবারের সহায়তায় পূর্ণ সমর্থন করছি। বিষয়টি পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট দেখবেন। মামলাটি সব দিক থেকে পরীক্ষা করে দেখা হবে পুলিশের কোনো গাফেলতি ছিল কি-না। ’
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এমএসএ/এইচএ/