শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমের দেওয়া সর্বশেষ খবর অনুযাযী, সিন নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশ কয়েক মিটার বেড়ে গেছে। শনিবার সন্ধ্যার মধ্যেই তা ৪ মিটারেরও বেশি বেড়ে নদীর পাড় ডুবিয়ে গোটা প্যারিসকেই ডুবিয়ে দিতে পারে।
নদীতে এতো বেশি পানিবৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে পর্যটকবাহী নৌকা, নৌযান ও প্রমোদতরীর চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে।
সীনের পানি যে কোনো সময় পাড় ডুবিয়ে দিতে পারে মর্মে সতর্কতা জারি করার পর নদীতীরবর্তী বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আতঙ্ক বিরাজ করছে। পানির তোড়ে অনেক স্থানে পাড় ভেঙে গেছে।
ব্যাপক বন্যার আশঙ্কার মুখে আগামী সপ্তাহ পর্যন্ত কমিউটার ট্রেনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। লুভ জাদুঘরের একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে।
নদীর পানি বাড়ার পরপরই ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে। ইঁদুরের দল নিজেদের জায়গা বদল করছে বিধায় শহরজুড়ে তাদের চলাফেরা বেড়ে গেছে। এ নিয়ে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা।
প্যারিসের উপকণ্ঠের ভিয়েন্যুভে সঁত জর্জ এলাকার বেশ কিছু অংশ পানিতে ডুবে গেছে। লোকজনকে নৌকায় করে চলাফেরা করতে হচ্ছে।
প্যারিসের মেয়র আন হিদালগো বলেছেন, তার শহর বন্যা মোকাবেলায় মরিয়া প্রস্তুতি নিয়েছে। অতিবর্ষণজনিত এই অবস্থাকে তিনি জলবায়ুর বিরূপ পরিবর্তনের কুফল হিসেবে চিহ্নিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
জেএম