ওরোমিয়া অঞ্চল বিষয়ে সরকারের মুখপাত্র আদ্দিসো আরেগা কিতেস্সা শুক্রবার এক বিবৃতিতে জানান, সরকার সাধারণ ক্ষমার আওতায় এদের অপরাধ ক্ষমা করে দিয়েছে। দিনকয়েকের মধ্যেই এদের মুক্তি দেয়া হবে।
এর আগে সংবাদ সংস্থাগুলো জানিয়েছিল, প্রধানমন্ত্রী হাইলে মারিয়াম দেসালেগেন ঘোষণা দেন, সহিংসতার পথ ছেড়ে ওরা যাতে শান্তিপূর্ণ পথে ফিরে আসে এবং সন্ত্রাসমুক্ত রাজনীতির পথ অনুসরণ করে, সে সুযোগ দিতেই এই সাধারণ ক্ষমা। গণতান্ত্রিক পরিবেশ তৈরির পথ প্রশস্ত করার জন্যই সরকার এই রাজনৈতিক সদিচ্ছার পথ বেছে নিয়েছে।
এর এক সপ্তাহ আগে সরকার ২২ জন অনুসারীসহ ওরোমো প্রদেশের বিরোধী দলীয় নেতা মেরেরা গুদিনাকে মুক্তি দেয়। এই ২৩৪৫ জনকেও একই সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হচ্ছে।
বিভিন্ন মানবাধিকার গোষ্ঠি সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। তবে তারা সব রাঝনৈতিক বন্দিকে মুক্তি দেবার দাবি জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
জেএম