আগামী বছর দেশটিতে জাতীয় সংসদ বা লোকসভা নির্বাচন হবে বিধায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) উত্থাপিত এ বাজেটকে বিজেপি সরকারের গ্রামীণ ভোট বাগানোর প্রলোভন হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। তারা বলছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি জোট ক্ষমতায় আসার পর ‘মেক ইন ইন্ডিয়া’ নামে যে প্রচারণা শুরু করেছে, সেই প্রচারণাকে আরও চাঙ্গা করতে এবং কর্মসংস্থান সৃষ্টির আশায় বাজেট প্রণয়ন হয়েছে।
বাজেটে দেখা গেছে, মোবাইল ফোন বা এ জাতীয় ডিভাইসের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। টেলিভিশন বা এ জাতীয় কিছু সরঞ্জামেরও শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এছাড়া নতুন বাজেট অনুযায়ী আরও বেশ কিছু জিনিসের দাম বাড়ছে। এক নজরে জেনে নেওয়া যাক তা।
দাম বাড়ছে
* গাড়ি ও মোটর সাইকেল
* হীরা, সোনা ও রুপা এবং ইমিটেশনের গয়না
* পারফিউম
* সবজি, ফলের জুস
* সানস্ক্রিন, সানট্যান, ম্যানিকিওর, পেডিকিওর ও শেভিংয়ের জিনিসপত্র
* সিল্ক, জুতো, রঙিন পাথর
* এলসিডি/এলইডি টিভি চ্যানেল, স্মার্টওয়াচ
* তিন চাকার সাইকেল, স্কুটার, চাকা দেওয়া খেলনা, পুতুল, পাজল, আসবাবপত্র
* সিগারেট, লাইটার, মোমবাতি
* অলিভ অয়েল ও বাদাম তেলের
এছাড়া বাজেটে ছাড়ের কারণে দাম কমছে
* কাঁচা কাজুবাদাম
* সোলার প্যানেল বা সোনার মডিউল তৈরিতে ব্যবহৃত সোলার টেম্পারড গ্লাস
* বধির ব্যক্তিদের হিয়ারিং এইড যন্ত্র তৈরিতে ব্যবহৃত কোচলিয়াপর ইমপ্লান্টের কাঁচামাল
* বল স্ক্রু ও লিনিয়ার মোশন গাইডের মতো ইলেকট্রনিক্স জিনিসপত্রের
বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ভারত এখন ২.৫ ট্রিলিয়ন (২,৫০,০০০ কোটি) ডলারের অর্থনীতি। এ হিসেবে আমরা পৃথিবীর সপ্তম বৃহত্তম অর্থনীতি। শিগগির আমরা পঞ্চম বৃহত্তম অর্থনীতি হবো বিশ্ব দরবারে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এইচএ/