ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই রুশ নভোচারীর দীর্ঘতম মহাকাশ পদচারণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
দুই রুশ নভোচারীর দীর্ঘতম মহাকাশ পদচারণা মহাকাশযানের বাইরে দুই রুশ নভোচারীর দীর্ঘতম পদচারণা শুরুর আগের দৃশ্য। । ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে রাশিয়ার দুজন নভোচারী এযাবৎকালের দীর্ঘতম মহাকাশ পদচারণার নজির সৃষ্টি  করেছেন। শুক্রবার মস্কো সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তারা এই পদচারণা শুরু করেন, যা দীর্ঘ ৭ ঘণ্টা ধরে চলে।

রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসোকসমস-র একজন মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, আলেক্সান্দর মিসুরকিন ও শাকাপেরভ নামের এই দুই নভোচারীর ওপর দায়িত্ব ছিল আগের যন্ত্রপাতি সরিয়ে বা খুলে নিয়ে জাভেদজা মডিউলের এন্টেনায় নতুন রিসিভার স্থাপন করা। এর উদ্দেশ্য রাশিয়ার লুক সিস্টেম উপগ্রহের মাধ্যমে পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা।

এ মুহূর্তে মহাকাশ স্টেশনের রুশ অংশটি নাসার রি-ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করছে। রাশিয়ার ভূখণ্ড থেকে আইএসএস-কে যখন আর সরাসরি দেখা যায় না তখনই নাসার এই সিস্টেমটি ব্যবহার করে থাকে রাশিয়া। এবার তার ব্যত্যয় ঘটবে।  

মুখপাত্রটি জানান, এই দুই নভোচারীর ওপর অর্পিত কাজগুলো সম্পাদন করা ছিল খুবই কঠিন। কেননা বেশ কিছু নাটবল্টু খুলে নতুন যন্ত্রপাতি প্রতিস্থাপন করার দায়িত্ব ছিল তাদের ওপর। নভোচারীর পোশাক পরে মহাকাশযানের বাইরে বেরিয়ে এই কাজ করা খুবই কঠিন। তাছাড়া ওই অনুরূপ দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতাও এর আগে অন্য কোনো নভোচারীর ছিল না। দুরূহ এই মিশনের জন্য তিন ধরনের বিশেষ রকমের যন্ত্রপাতিও তৈরি করতে হয়েছে।

আলেক্সান্দর মিসুরকিনের গায়ে ছিল ওরলান-এমকেএস নামের নতুন একটি কম্প্যুটারাইজড নভোচর-পোশাক। এতে সংযোজিত আছে একটি স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রক ব্যবস্থা এবং আরও আছে একটি নতুন প্রেসারাইজেশন লেয়ার। আর আন্তন শাকাপেরভ পরেছিলেন আগের মতোই ওরলান-এমএস নভো-পোশাক।

আলেক্সান্দর মিসুরকিনের চতুর্থ এবং আন্তন শাকাপেরভের এটা দ্বিতীয় মহাকাশ পদচারণা।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।