ফোশান শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো বৃহস্পতিবার এ সংবাদ জানায়।
খবরে বলা হয়, ৯জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ফোশান শহরের কেন্দ্রস্থলের ৮ লেনবিশিষ্ট একটি সড়কের নিচেই নির্মাণ করা হচ্ছিল এই সুড়ঙ্গপথটি। সুড়ঙ্গপথটির ভেতর দুটি বাস্কেটবল কোর্ট-পরিমাণ এলাকা ২০ ফুট গভীর গর্তের ভেতর দেবে যাবার দৃশ্য দেখানো হয় রাষ্ট্রীয় সিসিটিভির ফুটেজে।
সুড়ঙ্গপথের পাইপ ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকতে শুরু করার পর শ্রমিকরা তা বন্ধ করার চেষ্টা চালান। এসময় হঠাই বিকট বিস্ফোরণ ঘটে যায়।
নির্মীয়মান সুড়ঙ্গপথটি হবে ২৩ কিলোমিটার দীর্ঘ।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
জেএম