ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ উড়োজাহাজ বিধ্বস্ত, ৭১ আরোহীর সবাই নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
রুশ উড়োজাহাজ বিধ্বস্ত, ৭১ আরোহীর সবাই নিহত দুর্ঘটনাকবলিত আন্তোনভ বিমান।ছবি-সংগৃহীত

৬৫ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে রোববার রাশিয়ার একটি এন-১৪৮ আন্তোনভ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আরোহীদের কেউই বেঁচে নেই।

সারাতভ এয়ারলাইন্স পরিচালিত বৃহদাকায় এই  উড়োজাহাজটি রাশিয়ার রাজধানী মস্কোর দোমোদেদোভো এয়ারপোর্ট  থেকে আকাশে উড়াল দেওয়ার দু'মিনিটের মাথায় র‌্যাডারের আওতার বাইরে চলে যায়। এর পরপরই এটি বিধ্বস্ত হয় বলে রুশ বার্তা সংস্থা আরটি নিউজ জানায়।

উড়োজাহাজটি মস্কো থেকে পাশ্ববর্তী রাষ্ট্র কাজাখস্তান সীমান্তের কাছের অরস্ক শহরে যাচ্ছিল।

রুশ জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরটি নিউজ ও ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, ‘‘উড়োজাহাজটি মস্কোর ৮০ কিলোমিটার দক্ষিণ-পুবের আরগুনোভো গ্রামের কাছে বিধ্বস্ত হয়। আরোহীদের কারোরই বেঁচে থাকার কোনো আশা একেবারেই নেই। ’’

বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষ

দুর্ঘটনাস্থলের আশপাশে বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে কেন্দ্রীয় রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। রুশ জরুরি মন্ত্রণালয় এ মুহূর্তে এ বিষয়ে পাওয়া প্রাথমিক রিপোর্ট পর্যালোচনা করে দেখছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিতে লুটিয়ে পড়ার আগে তারা উড়োজাহাজটিতে আগুন ধরে যেতে দেখেছেন। এরপর মধ্য আকাশে এটি আগুনের গোলার রূপ নিয়ে প্রবল বেগে নেমে আসে।  

দুর্ঘটনার কারণ জানা যায়নি। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে তাদের কাজ শুরু করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮/ আপডেট ১৯১৯ ঘণ্টা

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।