সংবাদ মাধ্যমগুলো মেট্রোপলিটান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, রোববার পূর্ব লন্ডনে বিমানবন্দরটিতে তাদের পূর্ব পরিকল্পিত কাজ চলছিল। এ সময় বিমানবন্দরের রানওয়ের শেষপ্রান্তের কাছে টেমস নদীর জর্জ ভি ডকে বিশালাকারের একটি অবিস্ফোরিত বোমা রয়াল নেভীর লোকজনের নজরে আসে।
এর পরপরই সেখানে বোমা ও বিস্ফোরক বিশেষজ্ঞদের তলব করা হয়। তারা এসে প্রায় কয়েকশ মিটার এলাকা কর্ডন দিয়ে বোমাটি অপসারণ ও নিষ্ক্রিয় করার কাজ করছেন।
লন্ডন সিটি এয়ারপোর্ট দিয়ে যাদের বিমানযাত্রার কথা ছিল তাদেরকে আপাতত বিমানবন্দরটি পরিহার এবং বিকল্প ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট বিমানসংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বোমা অপসারণ ও নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত সব ফ্লাইট বন্ধ এবং আশপাশের কয়েকটি সড়ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
জেএম