রোববার আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো আকাশময় হীরকদ্যুতি ছড়ানো ৭৫ তলার গেভোরা হোটেল।
দ্য মেইল পত্রিকার ভাষায়, ‘হোটেল স্ট্যান্ডস আ কোয়ার্টার অব আ মাইল টল’।
আরব আমিরাতের ইংরেজি দৈনিক দ্য ন্যাশনাল-এর বরাত দিয়ে এসব তথ্য জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো।
হোটেলটি হবে বিশ্বের বাঘা বাঘা ধনকুবের, আরব্য শেখ আর তারকা-সেলিব্রেটিদের নতুন গন্তব্য। সোমবারই অতিথিদের জন্য এর ফটক খুলে দেবার কথা।
৫২৮ রুমের আলিশান এই হোটেলটিতে থাকবে বিশালাকায় ৪টি রেস্তোরাঁ, একটি সুবিশাল উন্মুক্ত সুইমিং পুল, একটি বিলাসবহুল স্পা, হেলথ ক্লাব আর জাকুজ্জিসহ হরেক বিনোদন সুবিধা।
অবশ্য ২০১৩ সালে উদ্বোধন হওয়া ম্যারিয়ট হোটেলে আছে ৯টি রেস্তোরাঁ, ৫টি পানশালা, দুটো বলরুম, একটি স্পা ও একটি হেলথ ক্লাব।
দুনিয়ার সবচেয়ে আরাম আয়েস আর বিলাসব্যসনের জন্য দুবাই ধীরে ধীরে দুনিয়ার অন্যসব শহরকে ছাড়িয়ে যাচ্ছে ‘মরুর বুকে ছোট ছোট স্বর্গ’ রচনা করার মধ্য দিয়ে। এখানেই আছে বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ আল খলিফা; যা ৮২৮ মিটার উঁচু।
ধনী পর্যটকদের জন্য ক্রমশ আকর্ষণীয় হয়ে ওঠা দুবাই ২০২০ সালের মধ্যে বছরে ২০ লাখের বেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সবচেয়ে উঁচু হোটেলের রেকর্ডধারী অভিজাত গেভোরা হোটেল দুবাইয়ের জেল্লা আর মোহনীয়তা আরো একটু বাড়িয়ে দিলো বৈকি!।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
জেএম