ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, এতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আটকা পড়া শ্রমিকদের মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বেঙ্গালুরুর শারজাহপুর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে। নিম্নমানের নির্মাণ সামগ্র্রী ব্যবহারের কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস-এর মহাপরিচালক এম এন রেড্ডি জানান, তারা এ পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। বাকিদের উদ্ধারেরও আপ্রাণ চেষ্টা চলছে।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সও (এনডিআরএফ) উদ্ধারকাজে যোগ দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮/ আপডেট ২০৪৪ ঘণ্টা
জেএম