ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেঙ্গালুরুতে নির্মাণাধীন ভবনধসে নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
বেঙ্গালুরুতে নির্মাণাধীন ভবনধসে নিহত ৩ ধসেপড়া ভবনে চলছে উদ্ধারকাজ।ছবি-সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত ৩জন শ্রমিক নিহত হয়েছে। ৭ জনকে জীবিত  উদ্ধার করা হয়েছে। এখনো ৭জন শ্রমিক ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে আছে।

 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, এতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আটকা পড়া শ্রমিকদের মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বাকি ৭ জনকে উদ্ধারের চেষ্টা চলছে।

বেঙ্গালুরুর শারজাহপুর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে। নিম্নমানের নির্মাণ সামগ্র্রী ব্যবহারের কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

 

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস-এর মহাপরিচালক এম এন রেড্ডি জানান, তারা এ পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। বাকিদের উদ্ধারেরও আপ্রাণ চেষ্টা চলছে।  

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সও (এনডিআরএফ) উদ্ধারকাজে যোগ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮/ আপডেট ২০৪৪ ঘণ্টা

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।