শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) লখনৌতে এক অনুষ্ঠানে সাংবাদিকরা প্রতিরক্ষা মন্ত্রীর মতামত জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান।
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘কেউ কোনো একটা বিষয়ে কিছু বলেছেন বা কেউ কিছু বলছেন, এ সব নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
গত ২১ ফেব্রুয়ারি দিল্লিতে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছিলেন, উত্তর-পূর্ব রাজ্যগুলোতে মুসলিম জনগোষ্ঠী বৃদ্ধির পেছনে বাংলাদেশিদের অনুপ্রবেশ কারণ। চীনের সহায়তায় পাকিস্তান এ অনুপ্রবেশ ঘটাচ্ছে।
আরও পড়ুন>>
** আসামে ‘বাংলাদেশি’ অনুপ্রবেশের নেপথ্যে চীন-পাকিস্তান
আসামে বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি।
অবশ্য সেনাপ্রধানের ওই মন্তব্যের পর এআইইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমল টুইটে বলেন, ‘জেনারেল বিপিন রাওয়াত রাজনৈতিক মন্তব্য করেছেন। যা খুবই দুর্ভাগ্যজনক। ’
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এমএ/