মুজাফফরাবাদের উপকণ্ঠে একটি স্কুল ভবনের সামনের রাস্তায় শনিবার বিকেলের এই মর্মান্তিক ঘটনার পর রাজ্যে ক্ষমতার অংশীদার বিজেপির বিরুদ্ধে গণক্ষোভ ও অসন্তোষ বাড়তে থাকে। বিরোধী দলগুলো বিজেপির বিরুদ্ধে উঠেপড়ে লাগে।
মদ্যপ বিজেপিনেতা মনোজের ধরা দেওয়ার খবরটি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম।
মনোজ বৈঠা পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দেবার পর পুলিশ তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য মুজাফফরাবাদের কোনো হাসপাতালে না নিয়ে পাটনার একটি হাসপাতালে নিয়ে যায়। পুলিশের আশঙ্কা, মুজাফফরাবাদের হাসপাতালে নেয়া হলে তার ওপর নিহত ও আহত ছাত্রদের ক্ষুব্ধ স্বজনরা হামলা চালাতে পারে। কেননা এসব হাসপাতালে ছাত্রদের অনেক স্বজন চিকিৎসাধীন।
উল্লেখ্য, স্কুলশিশুদের ওপর গাড়ি তুলে দেবার সময় মনোজ বৈঠা নিজেও কিছুটা আহত হন। আজ বুধবারই (২৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করার কথা।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
জেএম