ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্টার্ন ঘাউতায় শিশুসহ প্রাণ গেলো আরো ৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
ইস্টার্ন ঘাউতায় শিশুসহ প্রাণ গেলো আরো ৫ জনের পূর্ব ঘাউতার শহরে হামলা। ছবি: সংগৃহীত

ঢাকা: নিজেদের ঘোষিত যুদ্ধ বিরতি নিজেরাই লঙ্ঘন করে চলেছে বাশার আল আসাদের সিরিয়ান সামরিক বাহিনী ও তাদের অন্যতম মিত্র রাশিয়ান সেনারা। স্থানীয়রা এ যুদ্ধবিরতিকে উপহাস হিসেবে উল্লেখ করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

চিকিৎসক ও স্থানীয় উদ্ধারকর্মীরা সাংবাদিকদের জানিয়েছেন, সিরিয়ার সরকার এবং তাদের প্রধান মিত্র রাশিয়ার বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও (০১ মার্চ) ইস্টার্ন ঘাউতায় প্রাণ হারিয়েছেন পাঁচ সাধারণ মানুষ।

বৃহস্পতিবার রাজধানী দামেস্কের উপকণ্ঠে পূর্ব ঘাউতার কয়েকটি শহরে হামলা চালানো হয়। হামলায় এক শিশুও নিহত হয়। এর আগেও এখানকার যুদ্ধবিরতির বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

সিরিয়ান ন্যাশনাল ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত নভেম্বর থেকে এখন পর্যন্ত সিরিয়ায় ১৯টি বাজার, সাতটি মেডিকেল সেন্টার, ছয়টি স্কুল, তিনটি কিন্ডারগার্টেন এবং ১০টি বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্র সংঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
আরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।