ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তেলেঙ্গানায় বন্দুকযুদ্ধে ১০ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
তেলেঙ্গানায় বন্দুকযুদ্ধে ১০ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড় ও তেলেঙ্গানা সীমান্তবর্তী পুজারি কাঙ্কর এলাকার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ মাওবাদী সন্ত্রাসী নিহত হয়েছে।

শুক্রবার (০২ মার্চ) সকাল সাড়ে ৬টা থেকে শুরু হওয়া এ বন্দুকযুদ্ধ এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্পেশাল ডিজি (মাওবাদী অপারেশন বিষয়ক) ডি এম অস্ত্বি।

তেলেঙ্গানা ও ছত্তিশগড় পুলিশের বিশেষায়িত ব্রাঞ্চ এ অপারেশনে অংশ নিয়েছে।

এতে পুলিশের এক সদস্যও আহত হওয়ার খবর জানা গেছে।

নিহতদের মধ্যে মাওবাদী তেলেঙ্গানা স্টেট কমিটি নেতা হারি ভূষণ রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তিনি পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন।

মাওবাদী সন্ত্রাসীদের মরদেহ ময়না তদন্তের জন্য ভদ্রাচালাম হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।