ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বিদেশি ত্রাণকর্মীদের ওপর হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০
পাকিস্তানে বিদেশি ত্রাণকর্মীদের ওপর হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা

ওয়াশিংটন: ভয়াবহ বন্যা কবলিত পাকিস্তানের ত্রাণ কাজে অংশ নেওয়া বিদেশি কর্মীদের ওপর হামলার পরিকল্পনা করছে তালিবান জঙ্গিরা। যুক্তরাষ্ট্র সরকার বুধবার ওই আশঙ্কা প্রকাশ করেছে।



নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে সর্তক করে বলেন, ‘মার্কিন সরকারের পাওয়া তথ্য অনুযায়ী তেহরিক ই তালিবান পাকিস্তানে পরিচালিত ত্রাণকাজে অংশ নেওয়া বিদেশী ত্রাণকর্র্র্র্র্র্মীদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে। ’

তিনি আরও আশঙ্কা করেন, ‘তেহরিক ই তালিবান পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক মন্ত্রীদের উপরও হামলা করার পরিকল্পনা করছে। ’

উল্লেখ্য, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় দের হাজারেরও বেশি মানুষ নিহত এবং এক কোটি ৭২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এখনও কমপক্ষে ৮০ লাখ মানুষের জীবন রক্ষাকারী ত্রাণ প্রয়োজন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২১১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।