ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধরা পড়লো মিশিগান বিশ্ববিদ্যালয়ের সেই খুনি ছাত্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
ধরা পড়লো মিশিগান বিশ্ববিদ্যালয়ের সেই খুনি ছাত্র বাবা-মাকে হত্যাকারী খুনে ছাত্র জেমস এরিক ডেভিস জুনিয়র (১৯)। ছবি-সংগৃহীত

অবশেষে ধরা পড়লো যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ের ডরমেটোরিতে নিজের মা-বাবাকে গুলি করে হত্যা করে পলাতক ছাত্র জেমস এরিক ডেভিস জুনিয়র (১৯)। দীর্ঘ ১২ ঘণ্টা ব্যাপক অনুসন্ধানের পর শুক্রবার দিনগত মধ্যরাতের পর পুলিশ তাকে পাকড়াও করে।

সংবাদ সংস্থাগুলো এরিক ডেভিসের ধরা পড়ার খবরটি জানিয়েছে শনিবার।  

সশস্ত্র অবস্থায় পালিয়ে যাবার আগে এরিক ডেভিস শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ৫ম তলার ক্যাম্পবেল হলে নিজের বাবা জেমস এরিক ডেভিস সিনিয়র (৪৮) ও মা  ডিভা ডেভিসকে (৪৭) গুলি করে হত্যা করে।

এরপর সে পায়ে হেঁটে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকারী হিসেবে তাকে শনাক্ত করে।

বাবা-মাকে গুলি করে খুন করার আগে বৃহস্পতিবার রাতটি সে মাদকাসক্তির চিকিৎসার জন্য হাসপাতালে কাটায়। তার বাবা একজন পুলিশ কর্মকর্তা। তার কর্মস্থল ইলিনয় অঙ্গরাজ্যের বেলউডে।

বন্দুকধারী খুনে ছাত্র জেমস এরিক ডেভিসকে পুলিশ কোথা থেকে গ্রেফতার করেছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়:১৫০৯ ঘণ্টা,  মার্চ ০৩, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।