প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে কর্মীদের উদ্দেশে দেয়া বিজয় ভাষণে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। ভারতীয় সংবাদ মাধ্যগুলো মোদীর দেয়া এই বক্তব্য ফলাও করে প্রচার করে।
মোদী বলেন, " (ধর্মশাস্ত্রে) আমি কোনো পণ্ডিত নই, তবে আমি জেনেছি ‘‘বাস্তুশাস্ত্র’’ পর্যন্ত বলে যে, বাড়ির ঈশান কোণটি নাকি খুবই গুরুত্বপূর্ণ।
‘‘ঈশান কোণ’’ নিয়ে কট্টর গোঁড়া হিন্দুত্ববাদী বলে পরিচিত নরেন্দ্র মোদীর উচ্ছ্বাস নতুন নয়। সময়-সুযোগ পেলেই তিনি এ প্রসঙ্গটির অবতারণা করে থাকেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হবার পরও এ নিয়ে কথা বলেছিলেন মোদী।
আসামের রাজধানী গৌহাটিতে দেয়া এক বক্তৃতায় মোদী তখন বলেছিলেন, ‘‘ যারা শাস্ত্রে বিশ্বাসী, বিশেষত যারা বাস্তুশাস্ত্রে বিশ্বাস করে, তারা একথা ভালো করেই জানে যে, বাড়ির ঈশান কোণের যত্ন নিতে হয়। অতএব দেশের উন্নয়নের জন্য আমাদেরকে ‘ঈশান কোণের (উত্তর-পূর্বাঞ্চলের) উন্নয়ন ঘটাতে হবে।
এর আগের বছর ২০১৩ সালেও মণিপুর রাজ্যে এক নির্বাচনী জনসভায় এমন কথা বলেছিলেন মোদী। নির্বাচিত হলে উত্তর-পূর্বাঞ্চলে উন্ননের জোয়ার বইয়ে দেবার নানা প্রতিশ্রুতিও তখন দিয়েছিলেন মোদী। তখন তিনি বলেছিলেন, ‘‘ভারত তখনই সত্যিকারের সমৃদ্ধ দেশ হবে যখন উত্তর-পূর্বাঞ্চল বা ঈশান কোণ সমৃদ্ধ হবে। ’’
শনিবার নয়াদিল্লিতে কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে মোদী ত্রিপুরায় বাম দুর্গের ২৫ বছর দীর্ঘ টানা জয়রথ থামিয়ে বিজেপির গেরুয়া ঝাণ্ডা ওড়ানোর বিষয়ে ইঙ্গিত করে বলেন, ‘‘আপনারা সবাই জানেন সূর্য যখন আকাশের গায়ে ঢলে পড়ে তখন তার রঙ হয় লাল। আর সূর্য যখন ওঠে তখন তার রঙ হয় গেরুয়া। ’’
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
জেএম