শনিবার ট্রাম্প তার সাউথ ফ্লোরিডা এস্টেটে রিপাবলিকান ডোনারদের সম্মানে আয়োজিত এক মধ্যাহ্ন ভোজসভায় বক্তৃতা করতে গিয়ে একথা বলেন। এ সময় উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে যায়।
দুই মেয়াদের বদলে শি জিন পিং-এর আজীবনের জন্য প্রেসিডেন্ট হওয়ার যে ব্যবস্থা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি করেছে, ট্রাম্পের চোখে তা দারুণ ব্যাপার।
বক্তৃতা দেবার সময় ট্রাম্প আপন মুদ্রাদোষে একই কথা বারবার বলছিলেন: হি ইজ নাউ প্রেসিডেন্ট ফর লাইফ। প্রেসিডেন্ট ফর লাইফ। অ্যান্ড হি ইজ গ্রেট। আই থিংক হি ইজ গ্রেট। (তিনি এখন আজীবন প্রেসিডেন্ট। আজীবন প্রেসিডেন্ট। এবং তিনি মহান। আমি মনে করি তিনি মহান। ’’
ট্রাম্প এ সময় শি জিন পিংকে ‘নিপাট ভদ্রলোক’ বলে প্রশংসা করে বলেন, ‘‘কয়েকশ বছরের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে ক্ষমতাধর চীনা প্রেসিডেন্ট। ’’
কিন্তু কয়েক শ বছর আগে তো দূরের কথা শ-দেড়শ বছর আগেও চীনে কোনো গণতন্ত্র, সমাজতন্ত্র বা প্রেসিডেনশিয়াল শাসনব্যবস্থা, কোনোটাই যে আদৌ ছিল না তা ভালো করে না জেনেই অতিকথনে মেতে ওঠেন ট্রাম্প।
এরপর আজীবন প্রেসিডেন্ট হবার বিষয়ে নিজের প্রচ্ছন্ন ইচ্ছা বা পক্ষপাতের কথাও জানান দিতে ভোলেননি: ‘‘হয়তো একদিন আমরাও তেমনটা করবো। ’’
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
জেএম