চীনের পার্লামেন্টারি অধিবেশনের এক ফাঁকে বৃহস্পতিবার বার্ষিক সাংবাদিক সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী এযাবৎকালের সবচেয়ে আশাবাদী বক্তব্যটি দিয়েছেন। এনডিটিভি তার বক্তব্য উদ্ধৃত করে এই খবর দিয়েছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনা ড্রাগন ও ভারতীয় হাতির পরস্পরের সঙ্গে যুদ্ধে না জড়িয়ে বরং উচিত একসঙ্গে নাচা।
চীন ও ভারতের সুপ্রাচীন সম্পর্ক ও সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, "চীন ও ভারত যদি ঐক্যবদ্ধ হয়, যদি পরস্পরের সঙ্গে হাত মেলায় তাহলে ১+১ মিলে ২ না হয়ে যোগফল হবে ১১। ’’
ওয়াং ইয়ি এশিয়ার সবচেয়ে বড় জনসংখ্যা অধ্যুষিত দুই প্রতিবেশী দেশকে পরস্পরের প্রতি পরস্পরের বদ্ধমূল ভুল মানসিকতা ঝেড়ে ফেলে নিজেদের মধ্যে বিরাজমান মতবিরোধ ও দূরত্ব কমিয়ে আনার আহবান জানান। আহবান জানান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার।
২০১৭ সালে দোকলাম নিয়ে দু’দেশের মারমুখী অবস্থান ও অচলাবস্থাসহ বেশ কিছু ইস্যুতে চরম বৈরিতার প্রেক্ষাপটে চীন-ভারত সম্পর্ককে তিনি কোন দৃষ্টিতে দেখেন –সাংবাদিকরা এ প্রশ্ন করেন তাকে।
জবাবে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, ‘‘কিছু জটিলতা ও তিক্ততা সত্ত্বেও চীন-ভারত সম্পর্ক ভালোর দিকেই যাচ্ছে। ’’
তিনি আরও বলেন, ‘‘চীন তার অধিকার ও ন্যায্য স্বার্থ সংরক্ষণ করছে মাত্র। পাশাপাশি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে সে যত্নশীল। চীনা ও ভারতীয় নেতারা আমাদের ভবিষ্যৎ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট। এ বিষয়ে তাদের সুদূরপ্রসারি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। এজন্যই যুদ্ধবিগ্রহে না জড়িয়ে চীনা ড্রাগন ও ভারতীয় হাতির উচিত এক তালে নাচা। ’’
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
জেএম