রাজ্যের থেনি জেলার কুরাঙ্গানি পাহাড়ে আরোহণ শেষে নেমে আসার সময় ভয়াবহ এক দাবানলের মধ্যে আটকা পড়ে যায় ৩৯ জন নারী ও শিশু শিক্ষার্থী।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সোমবার (১২ মার্চ) জানায়, ভারতীয় বিমানবাহিনীর মরিয়া চেষ্টা সত্ত্বেও ৯ জন পর্বতারোহী ছাত্রকে দাবানল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খবরে বলা হয়, নারী দিবস উপলক্ষে চেন্নাই ট্রেকিং ক্লাবের আয়োজনে কুরুঙ্গানি পাহাড় আরোহণে গিয়েছিল এসব নারী শিক্ষার্থী। আরোহণ শেষে ২৫ জন নারী ও তিনজন শিশু পাহাড় থেকে নেমে আসার সময় দাবানলের মধ্যে আটকা পড়ে যায়। সব মিলিয়ে পর্বতারোহী দলে ৩৯ জন।
কর্তৃপক্ষকে না জানিয়ে অনুমতি ছাড়াই দলটি সেখানে যায়। আগুন থেকে প্রাণে বাঁচতে অনেকেই নিচের ভারী পাথরের ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায় কারো একজনের তোলা ভিডিওচিত্রে। অনেক মেয়েকে অগ্নিদগ্ধ অবস্থায় মাটিতে পড়ে কাতরাতে দেখা যায়। সূর্যাস্তের সময় তোলা ভিডিওচিত্রটিকে খুবই ‘‘ডিসটার্বিং’’ বলে বর্ণনা করেছে এনডিটিভি।
তামিলনাড়ুতে দাবানলের ভেতর আটকা পড়েছে ৩০ শিক্ষার্থী
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
জেএম