দুর্ঘটনার পর সোমবার (১২ মার্চ) বিকেলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রী এ কথা জানান।
তিনি জানান, দুর্ঘটনাস্থল থেকে প্লেনের ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয়েছে।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেনটি বিধ্বস্ত হয়।
আরও পড়ুন>>
** প্লেন বিধ্বস্তে ৪১ জন নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
উড়োজাহাজটিতে চারজন ক্রুসহ মোট ৭১ জন ছিলেন। এর মধ্যে বাংলাদেশি পর্যটক ছাড়াও নেপাল, মালদ্বীপের নাগরিক ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার এখনও কোনো কারণ জানা যায়নি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যান্ত্রিক ক্রটির কারণে ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। দুর্ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এদিকে আহতদের কাঠমান্ডুর পিসি, ওম, কেএমসি এবং নরউইক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এইচএ/এমএ/