নিউ হ্যাম্পশায়ারে বক্তব্যকালে ট্রাম্প বলেন, গোটা আমেরিকা আজ মারাত্মকভাবে ওপিয়ডে আসক্ত। মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে আমাদের প্রশাসন আইনের পরিবর্তন আনতে যাচ্ছে।
ওপিয়ড হচ্ছে এক ধরনের মাদক যা চিকিৎসকেরা ব্যাথা নিরাময়ের ওষুধ হিসেবে ব্যবস্থাপত্রে লিখে থাকেন। অনেকটাই হেরোইনের মতো।
প্রসঙ্গত, দেশটিতে প্রায় ২.৪ মিলিয়ন আমিরিকান ওপিয়ডে আসক্ত। সংকটটি প্রকট হয় ২০১৬ সালে। যখন দেশটিতে ৬৩, ৬০০ আসক্তকে চিহ্নিত করা হয়। তাই সোমবার (১৯ মার্চ) ম্যানচেস্টারে জনাকীর্ণ পরিবেশে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে ওঠেন, ‘আমরা যদি মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর না হই নিসন্দেহে আমরা সময় নষ্ট করছি। এবং সেই কঠোরতা হচ্ছে মৃত্যুদণ্ড। ’
বাংলাদেশ সময়: ০৬৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এইচএল/এনটি