ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় পুলিশ স্টেশনে দাঙ্গা-আগুন, নিহত ৬৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩২, মার্চ ২৯, ২০১৮
ভেনেজুয়েলায় পুলিশ স্টেশনে দাঙ্গা-আগুন, নিহত ৬৮ পুলিশ স্টেশনের বাইরে নিহতদের স্বজনদের আহাজারি

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার কারাবু রাজ্যের একটি পুলিশ স্টেশনে দাঙ্গা এবং এর জেরে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ৬৮ জন নিহত হয়েছে। 

স্থানীয় সময় বুধবার (২৮ মার্চ) রাতে কারাবুর ভ্যালেন্সিয়া শহরের ওই স্টেশনে বন্দি আসামিরা তোষকে আগুন ধরিয়ে হাঙ্গামা সৃষ্টি করে পালাতে চাইলে এ প্রাণহানি ঘটে।

রাজ্যের প্রধান কৌঁসুলি তারেক সাব সংবাদমাধ্যমকে জানান, পুলিশ স্টেশনে বন্দিরা হাঙ্গামা সৃষ্টি করে পালানোর জন্য তোষকে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যে তা পুরো স্টেশনে ছড়িয়ে পড়ে।

আসামিরা এই অবস্থায় দাঙ্গা বাঁধিয়ে পালাতে চাইলেও পুলিশ প্রতিরোধ করে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই বন্দিদের স্বজনরা ওই স্টেশনের বাইরে এসে জড়ো হন। তারা ক্ষিপ্ত হয়ে স্টেশন আক্রমণ করতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

নিহতদের স্বজনরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডের পর তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন অনেকে। বন্দিদের দেখতে যাওয়া অনেক স্বজন ও শিশুও নিহতদের মধ্যে রয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

হুগো শাভেজ শাসনামল পরবর্তী অর্থনৈতিক সংকটে পতিত ভেনেজুয়েলার কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে বিপজ্জনকভাবে বন্দি বেশি। সেখানে সহিংসতা ও দাঙ্গার ঘটনা প্রায়ই ঘটে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।