সিরিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কি কিয়ানজিন এক অনুষ্ঠানে অনুদানের কথা জানিয়ে বলেন, সিরিয়ান নাগরিকদের দুর্দশা লাঘবে চীন মানবিক সহায়তা চালিয়ে যেতে বদ্ধপরিকর।
ডব্লিউএফপি জানায়, চীনের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে ১৩শ’ টন মটরদানা কেনা হয়েছে।
২০১১ সালে সিরিয়ায় ক্ষমতার দ্বন্দ্বে গৃহযুদ্ধ শুরু হলে এ ময়দানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে-বিপক্ষে অবস্থান নেয় যথাক্রমে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তবে তখন থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও রেড ক্রসসহ অনেক সংস্থার সঙ্গে সমঝোতার মাধ্যমে মানবিক বিপর্যস্ত সিরিয়ানদের সহায়তায় অনুদান দিয়ে যাচ্ছে এশিয়ার পরাশক্তি চীন।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এইচএ/