ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইঙ্গিতে সিরিয়ায় হামলার দায় স্বীকার করলো ইসরাইল 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
ইঙ্গিতে সিরিয়ায় হামলার দায় স্বীকার করলো ইসরাইল  ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান

ঢাকা: ইঙ্গিতে হলেও সিরিয়ার হোমসে সামরিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইসরাইল।

সোমবার (০৯ এপ্রিল) ইসরাইলি দৈনিক ‘ইয়েদিয়োথ অহরোনোথ’-কে দেওয়া সাক্ষাতকারে ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেন, ‘ইসরাইলি বিমান বাহিনী সিরিয়ায় অভিযান শেষে সোমবার সকালে দেশে ফিরেছে। ’

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের দুইটি এফ-থার্টি ফাইভ জঙ্গিবিমান লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার ‘টি-ফোর’ সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে।

জঙ্গিবিমান থেকে বিমানবন্দরটি লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হয়েছে। ইসরাইলের জঙ্গিবিমানগুলো সিরিয়ার আকাশসীমায় না ঢুকেই লেবানন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।  

এছাড়া, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ হামলার জন্য প্রথমে আমেরিকাকে সন্দেহ করলেও পরে বলেছে, ইসরাইলি জঙ্গিবিমান থেকেই আজকের এ হামলা চালিয়েছে।

**সিরিয়ার সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।