ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন কিম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০
চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন কিম

সিউল: চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল। দণি কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ শুক্রবার এ তথ্য প্রকাশ করে।

জিলিন শহর থেকে ৩০টি গাড়ির একটি বহর কিমকে চাংচুং শহরের একটি হোটেলে নিয়ে যায়। গত রাতে তিনি জিলিন শহরে ছিলেন বলে ইয়োনহাপ বার্তাসংস্থা জানায়।

চাংচুং শহরের হোটলটির সব অতিথি ও বৈঠক কক্ষ পরিপূর্ণ বলে হোটেলের কর্মকর্তারা জানান। এখানে জাতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বলে একজন জানান।

তবে কিম এখানে আছেন কিনা এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

এদিকে, চীনের প্রেসিডেন্ট হু চাংচুং শহরে কিমের সঙ্গে আলোচনা করতে পারেন এবং তিনিও বর্তমানে চীনের উত্তরপূর্বাঞ্চলে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইয়োনহাপ এসব কথা জানায়।

ছেলে কিম জং-আনও কিমের সঙ্গে চীনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে, আগামী মাসের প্রথমে অনুষ্ঠেয় কমিউনিস্ট দলের বৈঠকে আন দলটির নেতৃত্ব গ্রহণ করবেন বলে সিউলের বিশ্লেষকরা জানান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।