ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্লেনে ত্রুটি, প্রাণে বাঁচলেন রাহুল গান্ধী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
প্লেনে ত্রুটি, প্রাণে বাঁচলেন রাহুল গান্ধী! রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে বহনকারী প্লেনে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিলো। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রেহাই পেয়েছেন তিনি। নির্বিঘ্নেই দিল্লি থেকে কর্নাটকের হুবলি বিমানবন্দরে পৌঁছেছেন রাজীব ও সোনিয়া গান্ধীর পুত্র।

কংগ্রেস সভাপতিকে বহনকারী জেট প্লেনে এমন গুরুতর যান্ত্রিক বিভ্রাটের খবর প্রকাশের পর তোলপাড় চলছে ভারতজুড়ে। এ গোলযোগ পরিকল্পিত ছিলো কি-না খতিয়ে দেখার দাবি তুলেছে কংগ্রেস।

ঘটনার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদী রাহুলের সঙ্গে কথা বলেছেন।

শুক্রবার (২৭ এপ্রিল) তিনবারের চেষ্টায় হুবলিতে নামে প্লেনটি। কংগ্রেস সভাপতিসহ পাঁচ জন যাত্রী ছিলেন ওই প্লেনে।  

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সূত্র জানায়, ‘অটো-পাইলট’ ব্যবস্থায় সমস্যা হওয়ায় পাইলট ‘ম্যানুয়াল’ মুডে নিরাপদে অবতরণ করেন। এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয় বলেও দাবি ডিজিসিএ’র।  

তবে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজি) নিরাপত্তা পাওয়া কোনও ব্যক্তিকে নিয়ে ওড়ার আগে পাইলট এবং বিমান সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দেওয়া হয় ডিজিসিএ এবং এসপিজি’র কাছে। তারা ছাড়পত্র দিলেই প্লেনের উড্ডয়ন পরিকল্পনা চূড়ান্ত হয়। আমাদের আশা, কর্নাটক পুলিশ এবং ডিজিসিএ-র ডিজিরা তদন্ত করে জানাবেন, এই ঘটনায় কোনও ব্যক্তির হাত ছিল কি না।

বিধানসভা নির্বাচনের প্রচারণার কাজে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে হুবলি রওনা হন রাহুল গান্ধী। পৌনে ১১টার দিকে তাকে বহনকারী ফ্যালকন জেট প্লেনটিতে দেখা দেয় গন্ডগোল।  

সুরজেওয়ালা জানিয়েছেন, জোরালো একটা শব্দের পরে ‘অটো পাইলট’ বিকল হয়ে নিচে পড়তে থাকে রাহুলকে বহনকারী প্লেন। ২-৩ মিনিটের জন্য রাডার থেকেও মুছে গিয়েছিল সেটি।

কর্নাটকের ডিজি ও আইজির কাছে লিখিত অভিযোগে রাহুলের সহযোগী কৌশল বিদ্যার্থী বলেছেন, প্রযুক্তিগত বিভ্রাটের কারণেই ঘটনাটি ঘটেছে কিনা তার ব্যাখ্যা মেলেনি। সবার প্রাণ যেতে বসেছিল। কিন্তু রাহুল আগাগোড়া ধৈর্য রেখে পাইলটের পাশে ছিলেন, যেন পরিস্থিতি সামাল দেওয়া যায়।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।