ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

চাকরিতে যোগ দিলেন ফ্রান্সের সেই ‘স্পাইডারম্যান’ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, জুলাই ১, ২০১৮
চাকরিতে যোগ দিলেন ফ্রান্সের সেই ‘স্পাইডারম্যান’ অভিবাসী মালিকান অভিবাসী ‘স্পাইডারম্যান’ সেই যুবক মামোদো ও উদ্ধারের দৃশ্য। ছবি: সংগৃহীত

ঢাকা: বিপজ্জনক অবস্থা থেকে একটি শিশু বাঁচিয়ে ফ্রন্সের নাগরিকত্ব পাওয়া সেই অভিবাসী যুবক দেশটির ফায়ার সার্ভিসে যোগ দিয়েছেন। রোববার (০১ জুলাই) ‘স্পাইডারম্যান’ খ্যাত ওই যুবক নতুন চাকরির প্রথম কর্মদিবস ছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভবন।

এর আগে গত মে মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিপজ্জনক অবস্থা থেকে একটি শিশুকে উদ্ধার করে দেশটির নাগরিকত্ব পান মামোদো গাসসামা (২২) নামে মালিকান অভিবাসী ওই যুবক। পাশাপাশি প্যারিসের ফায়ার ব্রিগেডে তাকে চাকরির সুযোগও দেওয়া হয়।

আর ওই চাকরির প্রথম কর্মদিবস গেল তার রোববার।

শিশু উদ্ধারের ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের চারতলায় ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি শিশু। বিষয়টি দেখতে পান মামোদো। পরে তিনি প্যারিসের জরুরি সেবাদানকারী কর্মীরা আসার আগেই খুব অল্প সময়ের মধ্যে চারতলায় উঠে শিশুটিকে উদ্ধার করে জীবন রক্ষার সাহসিকতার পরিচয় দেন।

আর তা দেখে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মামোদো গাসসামাকে গত ২৮মে প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। এসময় ভয়াবহ সাহসিকতার জন্য তাকে একটি সার্টিফেকেট এবং স্বর্ণপদক দেওয়া হয়েছিল।

পরে মামোদো প্রেসিডেন্টকে বলেছিলেন, আমি এটা কি করে করেছি তা নিজেও জানি না। ভাবিওনি এমন করতে পারব। আসলে ঈশ্বর আমাকে সাহায্য করেছেন মুহূর্তেই চারতলা উঠতে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।