ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় তাপদাহে প্রাণ গেল ১৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
কানাডায় তাপদাহে প্রাণ গেল ১৯ জনের ছবি: সংগৃহীত

ঢাকা: কানাডার কুইবেকে গত সপ্তাহে প্রচণ্ড তাপদাহে কমপক্ষে ১৯ জনের প্রাণহানি হয়েছে।

দেশটির পূর্বাঞ্চলে গ্রীষ্মকালীন তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়।

বুধবার (০৪ জুলাই) স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বলে জানা গেছে।

আঞ্চলিক জনস্বাস্থ্য পরিচালক মেলিন ড্রয়িন বলেছেন, পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী মন্ট্রিয়েলে ১২ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়াও ওই প্রদেশের বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকজনের মৃত্যুর খবর আসে।

কানাডার আবহাওয়া সংস্থা জানায়, এ অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৪ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছে। বাতাসে আর্দ্রতা থাকায় এই তাপমাত্রা ৪০ ডিগ্রীতে অনুভূত হচ্ছে।

এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, দেশের পূর্বাঞ্চলে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। তাই স্থানীয়দের নিরাপত্তার সব রকমের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।