ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রতিদিন ৩০০ কিলোমিটার যাত্রা করেন কর্ণাটকের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
প্রতিদিন ৩০০ কিলোমিটার যাত্রা করেন কর্ণাটকের মন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: কর্ণাটকের মন্ত্রী এইচডি রেভানা তার বাড়ি থেকে মন্ত্রণালয় কার্যালয়ে যেতে প্রতিদিন ৩০০ কিলোমিটার যাত্রা করেন। তার দাবি, সরকারি বাসভবন বরাদ্দ না পাওয়ায় এমন হচ্ছে। কিন্তু সরকারি রিপোর্ট বলছে, জ্যোতিষীর পরামর্শে প্রতিদিন এ দীর্ঘ পথ যাত্রা করেন মন্ত্রী এইচডি রেভানা।

প্রদেশের একটি রিপোর্ট বলছে, কর্ণাটকের পাবলিক ওয়ার্কস মন্ত্রী ও মুখ্যমন্ত্রী এইচডি কুমারাসওয়ামি’র বড় ভাই এইচডি রেভানা তার বাড়ি বেঙ্গালুর থেকে হোলেনরসিপুরে মন্ত্রণালয় কার্যালয়ে যাতায়ত করেন। এর জন্য তাকে প্রতিদিন ৩০০ কিলোমিটার পাড়ি দিতে হয়।

কারণ হিসেবে রিপোর্ট বলছে, পাবলিক ওয়ার্কস মন্ত্রী জ্যোতিষীর পরামর্শে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দেন। জ্যোতিষী এইচডি রেভানাকে মন্ত্রী হিসেবে নিজ বাড়িতে প্রতিদিন ঘুমানোর পরামর্শ দিয়েছেন।

কিন্তু রেভানা সরকারি এ রিপোর্টটি অস্বীকার করেছেন। মন্ত্রী বলছেন, সরকারি বাসভবন বরাদ্দ না পাওয়ায় তিনি প্রতিদিন দীর্ঘ এ পথ যাত্রা করেন।

তিনি বলেন, আমার কোনো জ্যোতিষী নেই। এমনকি কোনো জ্যোতিষী আমাকে একথা বলে নি।

রেভানার পছন্দনীয় বাংলোতে সাবেক পাবলিক ওয়ার্কস মন্ত্রী এইচসি মাহাদিভাপ্পা এখনও অবস্থান করছেন। মাহাদিভাপ্পা এ বাংলো ছেড়ে যাবেন আরও তিনমাস পর।

আর তা নিয়ে এইচডি রেভানা বলছেন, সাবেক মন্ত্রী বাংলো না ছাড়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।