বৃহস্পতিবার (৫ জুলাই) রাজধানী মেক্সিকো সিটির অদূরে তুলতেপেক পৌরসভার ওই আতশবাজির কারখানায় এ দু’টি বিস্ফোরণ ঘটে।
স্থানীয় প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমে একটি বিস্ফোরণের পর উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।
মেক্সিকো প্রদেশের অ্যার্টনি জেনারেলের কার্যালয় সংবাদমাধ্যমকে জানায়, ঘটনাস্থলোই ১৭ জন নিহত হন। বাকি ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন।
মেক্সিকোর সিভিল প্রটেকশন এজেন্সির প্রধান লুইস ফেলিপ পুয়েনতি বলেছেন, এ অঞ্চলে আতশবাজি বিক্রি বন্ধ করা হবে। আতশবাজি তৈরির অনুমোদনের বিষয়টিও নিরীক্ষা করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
এএইচ/এইচএ/