স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, আইসবার্গটি এখন গ্রিনল্যান্ডের ইনারসুইট গ্রামের খুব কাছে অবস্থান করছে।
কর্তৃপক্ষ বলছে, তারা এর আগে কখনো এতো বড় আইসবার্গ দেখেননি।
গতবছর, গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অনেক বাড়িঘর প্লাবিত হয়ে চারজন মানুষের প্রাণহানি হয়।
আইসবার্গের কাছাকাছি থাকা গ্রামটির ১৬৯ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন সরকার।
গ্রামের কাউন্সিল মেম্বার সুসাননি এলিয়াসসেন বলেন, আইসবার্গে অনেক ফাটল ও গর্ত রয়েছে। আমরা ভয় করছি এটি যেকোনো মূহুর্তে ভেঙে যেতে পারে।
তিনি আরও বলেন, তীরের খুব কাছেই গ্রামের পাওয়ার স্টেশন ও ফুয়েল ট্যাংক রয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, প্রকাণ্ড এ আইসবার্গের কারণে সুনামির সৃষ্টি হতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে আইসবার্গের ঝুঁকিও বাড়ছে।
চলতি বছরের জুন মাসে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন। সেখানে দেখানো হয় গ্রিনল্যান্ডের পূর্বাঞ্চলের হিমবাহে ভেঙে পড়ছে একটি বিশাল আইসবার্গ।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এএইচ/এনএইচটি