ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল্পস পর্বতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
আল্পস পর্বতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪ আল্পস পর্বতে প্লেন বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

ঢাকা: সুইজারল্যান্ডে আল্পস পর্বতের হিমবাহের চূড়ায় একটি প্লেন বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে পর্বতের দুনান্দ পাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, সুইজারল্যান্ডের ‘সিওন এয়ারপোর্ট’ থেকে ছেড়ে যাওয়া প্লেনটি প্রায় ১০ হাজার ৮০০ ফুট থেকে আকস্মিক নিচে নেমে যায়।

এরপর এ দুর্ঘটনাটি ঘটে।  

সতর্কবার্তা পাওয়ার পর কর্তৃপক্ষ হিমবাহের চূড়ায় উদ্ধারকর্মী পাঠায়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে পাইলটসহ চারজনের মরদেহ পায় উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।