ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যৌন হয়রানির অভিযোগে আমেরিকার কার্ডিনালের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
যৌন হয়রানির অভিযোগে আমেরিকার কার্ডিনালের পদত্যাগ থিয়োডোর ম্যাক ক্যারিক। ছবি: সংগৃহীত

ঢাকা: ৫০ বছর আগের যৌন হয়রানির অভিযোগের কারণে পদত্যাগ করেছেন আমেরিকার ক্যাথলিক চার্চের কার্ডিনাল থিয়োডোর ম্যাক ক্যারিক (৮৮)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ১৯২৭ সালের পর ইতিহাসে এই প্রথম কোনো কার্ডিনাল বা সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পদবি ও লাল টুপি হারালেন। তাও স্ব-ইচ্ছায়।

শনিবার (২৮ জুলাই) পোপ ফ্রান্সিস এই কার্ডিনালের পদত্যাগ গ্রহণ করেন।

ভ্যাটিক্যান সূত্রে জানা যায়, ম্যাক ক্যারিক ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওয়াশিংটনের আর্কবিশপ (বিশপদের ঊর্ধ্বতন যাজকবিশেষ/সর্বোচ্চ মার্গের দেবদূত) ছিলেন। ভ্যাটিক্যানের মতে, তার আত্ম নিন্দা ও প্রার্থনার মাধ্যমে যাজকীয় পর্বের ইতি টানা উচিত।

তবে এই কার্ডিনাল জানিয়েছেন, তার এই অভিযোগ সম্পর্কে কিছুই মনে নেই।

থিয়োডোর ম্যাক ক্যারিক আমেরিকার একজন উচ্চ ক্ষমতাধর ক্যাথলিক ধর্মনেতা। যিনি মানবাধিকার বিষয়ে এ পর্যন্ত যুগান্তকারী পদক্ষেপের নায়ক হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এমএএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।