ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় খরায় ক্ষতিগ্রস্তদের ১৪ কোটি ডলার সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
অস্ট্রেলিয়ায় খরায় ক্ষতিগ্রস্তদের ১৪ কোটি ডলার সহায়তা অস্ট্রেলিয়ায় খরায় ক্ষতিগ্রস্তদের ১৪ কোটি ডলার সহায়তা

ঢাকা: অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের ভয়াবহ খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ১৪ কোটি মার্কিন ডলার (১৯ কোটি অস্ট্রেলিয়ান ডলার) সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। 

রোববার (৫ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার এ অর্থ সহায়তার ঘোষণা দেয়। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল নিউ সাউথ ওয়েলস স্টেটের একটি খামারে এ অর্থ সহায়তার ঘোষণা দেন।

 

প্রধানমন্ত্রী টার্নবুল বলেন, এরকম ঘটনা খুবই বিরল। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সহায়তার জন্য সাড়া দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

দেশটির ন্যাশনাল ফারমার্স ফেডারেশন সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। ফেডারেশনের প্রেসিডেন্ট ফিওনা সিমসন এক বিবৃতিতে বলেন, খরার কারণে যে পরিবারগুলো ও কৃষকরা কঠিন চাপের মধ্য দিয়ে গেছে তাদের পাশে দাঁড়ানো আবশ্যক।

সরকারের আরও ১৪ কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণায় মধ্য দিয়ে খরা ত্রাণ প্যাকেজে দেশটির মোট অর্থ সহায়তা দাঁড়াল ৫৭ দশমিক ৬ কোটি মার্কিন ডলার। এছাড়া নিউ সাউথ ওয়েলস স্টেট সরকার কৃষকদের ১শ’ কোটি অস্ট্রেলিয়ান ডলারের বেশি সহায়তা দিয়েছে।

দেশটির প্রাথমিক শিল্প বিভাগ বলছে, শিগগিরই খরা শেষ হওয়ার তেমন লক্ষণ দেখা যাচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।