ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে প্রাণ গেলো ৪ সেনার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
কাশ্মীরে অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে প্রাণ গেলো ৪ সেনার কাশ্মীরে অনুপ্রবেশ ঠেকাতে প্রাণ হারালেন মেজরসহ ৪ সদস্য

ঢাকা: ভারতের কাশ্মীরের উত্তরাঞ্চলের গুরেজে অনুপ্রবেশ ঠেকাতে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ে সেনাবাহিনীর মেজর ও তিন সেনা সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে।

ভারতীয় সেনাবাহিনী বিবৃতিতে বলে, অনুপ্রবেশ ঠেকাতে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

এতে দু’জন সন্ত্রাসীও গুলিবিদ্ধ হন।

বিবৃতিতে বলা হয়, আটজন সন্ত্রাসীর একটি দল শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার দূরে গুরেজে লাইন অব কন্ট্রোল অতিক্রম করার চেষ্টা করছিল। এসময় সেনা সদস্যরা সন্ত্রাসীদের রুখে দেয়। পরে শুরু হয় গুলি বিনিময়। (মঙ্গলবার দুপুর পর্যন্ত) এখনও গুলি বিনিময় চলছে। বাকি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আনতে আরও সদস্য পাঠাচ্ছে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।