ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাফটার বদলে যুক্তরাষ্ট্র-কানাডার নতুন বাণিজ্য চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
নাফটার বদলে যুক্তরাষ্ট্র-কানাডার নতুন বাণিজ্য চুক্তি ডোনাল্ড ট্রাম্প ও ট্রুডো

ঢাকা: নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা চলছে বিশ্ব কূটনীতিতে। অবশেষে নাফটার বদলে নতুন বাণিজ্য চুক্তি করেছে উত্তর আমেরিকার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। সঙ্গে রয়েছে মেক্সিকোও।

সোমবার (১ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, নাফটার বদলে নতুন এ বাণিজ্য চুক্তির নাম ‘দ্য ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্ট (ইউএসএমসিএ)’।

 

বিশ্লেষকরা বলছেন, নতুন এ বাণিজ্য চুক্তির ফলে কানাডার দুগ্ধ বাজারে যুক্তরাষ্ট্রের প্রবেশের হার আরও বাড়বে। এছাড়া যুক্তরাষ্ট্রে গাড়ি রফতানির সংখ্যাও বাড়বে।

তবে যৌথ বিবৃতিতে নতুন বাণিজ্য চুক্তি ‘ইউএসএমসিএ’ এর ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি দেশ দু’টি।  

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দীর্ঘদিন থেকে নাফটা চুক্তিটি পরিবর্তনের চেয়ে আসছেন। এ চুক্তির বাণিজ্য মূল্য ছিল প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজার ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক যৌথ বিবৃতিতে বলেন, মেক্সিকোকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা নতুন একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হলো। যা ২১ শতকের সবচেয়ে আধুনিক বাণিজ্য চুক্তি। এর নাম ‘দ্য ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্ট (ইউএসএমসিএ)’।  

বিবৃতিতে আরও বলা হয়, এ চুক্তির ফলে আমাদের শ্রমিক, কৃষক ও ব্যবসায়ীরা ভালো একটি চুক্তি পাবেন, যার কারণে বাণিজ্য আরও মুক্ত হবে, স্বচ্ছ হবে। এছাড়াও আমাদের এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও স্ফিত হবে।  

উত্তর আমেরিকার ত্রি-দেশীয় বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো নাফটা নামক চুক্তি স্বাক্ষর করে।  

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।