ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্যোগ মোকাবিলায় ইন্দোনেশিয়াকে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
দুর্যোগ মোকাবিলায় ইন্দোনেশিয়াকে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা ভূমিকম্প-সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়া

ভূমিকম্প-সুনামিতে বিধ্বস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াকে দুর্যোগ সংকট কাটিয়ে উঠতে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। 

রোববার (১৪ অক্টোবর) বিশ্বব্যাংক এক বিবৃতিতে এ তথ্য জানায়। বলা হচ্ছে, ভূমিকম্প ও সুনামির ক্ষতি কাটিয়ে উঠতে ত্রাণ সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য এ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।

 

বিবৃতিতে বলা হয়, এ তহবিলের আওতায় আরও ৫০ লাখ মার্কিন ডলার দেওয়া হবে। যা পুনরায় অবকাঠামো নির্মাণে প্রযুক্তিগত সহায়তা দেবে।  

বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিভা শুক্রবার (১২ অক্টোবর) ইন্দোনেশিয়ার বিধ্বস্ত পালু শহর পরিদর্শন করেন। দেশটির বালিতে এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।  

বিশ্বব্যাংক তাদের প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে বলছে, সুলাওয়েসি দ্বীপে অবকাঠামোসহ ৫৪ কোটি মার্কিন ডলারের বেশি  পরিমাণ অর্থের ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছে, এ সহায়তা প্রায় দেড় লাখের বেশি হতদরিদ্র আক্রান্ত পরিবারের মধ্যে ছয় মাস থেকে এক বছর মেয়াদে দেওয়া হবে।  

গত ২৮ সেপ্টেম্বর ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর প্রায় সাড়ে ৬ ফুট উচ্চতার সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ে ইন্দোনেশিয়ার পালু শহরের উপকূলে। এতে ভাসিয়ে নিয়ে যায় বহু মানুষ। মাটিতে তলিয়ে যায় অনেক প্রত্নতাত্ত্বিক সম্পদ। যাতে প্রতিনিয়ত প্রাণহানি বেড়ে দুই হাজার ছাড়ানোর খবর জানা গেছে।

তবে গত কয়েকদিন ধরেই উদ্ধার কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হচ্ছে, সুনামির ঘটনায় এখনও পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের বেশিরভাগই কাদামাটির নিচে চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।