ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুলিশ কর্মকর্তা হত্যায় পিছিয়ে গেল কান্দাহারের নির্বাচন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
পুলিশ কর্মকর্তা হত্যায় পিছিয়ে গেল কান্দাহারের নির্বাচন  জেনারেল আবদুল রাজিক

আফগানিস্তানে জেনারেল আবদুল রাজিক নামে এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে হত্যা করায় দেশটির কান্দাহার প্রদেশের সংসদীয় নির্বাচন পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) আবদুল রাজিককে এক দেহরক্ষী গুলি করে হত্যা করেন। দেহরক্ষীর পরিচয় জানা যায়নি।

দেশটির বিদ্রোহী গোষ্ঠী তালেবান এই হত্যার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের দক্ষিণে জেনারেল রাজিক তালিবানদের শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন। তার মৃত্যুকে তালেবানরা বড় ধরনের বিজয় হিসেবে দেখছে।  

মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ডার জেনারেল স্কট মিলারের সঙ্গে বৈঠকের পর এ হামলা করা হয়। তবে মিলার অক্ষত রয়েছেন।  

প্রতিবেদনে বলা হয়, হামলায় স্থানীয় গোয়েন্দা সংস্থার প্রধানও নিহত হয়েছেন। এছাড়াও গর্ভনর ও তিনজন মার্কিন নাগরিক আহত হয়েছেন।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র জানিয়েছেন, কান্দাহার প্রদেশের সংসদীয় নির্বাচন পিছিয়ে দেওয়া হবে।

শনিবার (২০ অক্টোবর) আফগানিস্তানের বাকি অঞ্চলগুলোতে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।  

উল্লেখ্য, দেশটির বিদ্রোহী গোষ্ঠী তালেবান ভোটারদের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আসছেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এএইচ/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।