ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ফ্লোর ধসে আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ফ্লোর ধসে আহত ৩০ বিশ্ববিদ্যালয়ের ফ্লোর ধস।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের ফ্লোর ধসে অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

সোমবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক হোমকামিং বার্ষিকী অনুষ্ঠান শুরুর আগেই এ ঘটনা ঘটে।  

পুলিশ বলছে, ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ভবনের অংশ ধসে বেসেমেন্টে পড়ে যায়।

এতে অনেকের হাড় ভেঙে গেছে। এর কিছুক্ষণ পরেই উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ২৩জনকে হাসপাতালে ভর্তি করেছে।  

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লেরিসা স্টোন বলেন, পুরো ফ্লোরটি ধসে পড়ে। অনেকেই আহত হন। অনেকের রক্ত ঝরছে। আমার জুতাতেও রক্ত লেগেছিল।  

ওই পার্টিতে থাকা লিরয় পিয়ারসন বলেন, সবাই লাফ দিচ্ছিল। বুঝতেই পারছেন এরপর কি হয়েছে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। ওখানকার সব মেয়ের মুখে রক্ত লেগেছিল।  

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের কতোজন শিক্ষার্থী আহত হয়েছেন তা শনাক্ত করার কাজ চলছে। অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী থাকলে তাদের জানানো হবে।   

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।