ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কনস্যুলেটেই মিললো খাশোগির মরদেহের টুকরো!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
কনস্যুলেটেই মিললো খাশোগির মরদেহের টুকরো! সাংবাদিক জামাল খাশোগি, ছবি: সংগৃহীত

ঢাকা: প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলের যে কনস্যুলেটে হত্যা করা হয়েছে, সেখানেই তার মরদেহের একটি টুকরো পাওয়া গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) তুরস্কের বামপন্থী এক রাজনীতিবিদের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যম।

এর আগে তুর্কির একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে দেশটির বামপন্থী দল প্যাট্রিয়াটিক পার্টির নেতা দোগু পারিন্সিক দাবি করে বলেন, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটেরর ভেতরে গ্রাউন্ডে পড়ে ছিল সাংবাদিক খাশোগির মরদেহের একটি টুকরো।

যা ওই কনস্যুলেটরের কর্মকর্তারা দেখতে পেয়েছিলেন।

ওই সাক্ষাৎকারে এর বেশি এ নেতা স্পষ্ট করেননি। এছাড়া সময়টিতে টেলিভিশন কর্তৃপক্ষ তাকে কোনো প্রশ্নও করেনি এ বিষয়ে।

তুরস্কের একটি সংবাদমাধ্যমে বলা হয়েছিল, তুর্কি কর্তৃপক্ষ ধারণা করছে, খাশোগির আঙুলগুলো কেটে ফেলার পর ঘাতকরা তাকে কনস্যুলেট ভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান। সেখানে তারা তাকে একটি টেবিলের উপর রেখে দেহ টুকরো টুকরো করে ফেলেন।

২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়ে নিখোঁজ হন খাশোগি। পরে সৌদি স্বীকারোক্তি দিয়ে দাবি করে, কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে মারামারিতে প্রাণ হারিয়েছেন খাশোগি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।