ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে বিনিয়োগকারীর বাসার পাশে বিস্ফোরক দ্রব্য 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
নিউইয়র্কে বিনিয়োগকারীর বাসার পাশে বিস্ফোরক দ্রব্য  জর্জ সরোস

মার্কিন বিনিয়োগকারী ও সমাজসেবক জর্জ সরোসের নিউইয়র্কের বাসার পাশে একটি মেইল বক্স থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। বলা হচ্ছে, সরোস ডানপন্থি গ্রুপের অন্যতম টার্গেট।

স্থানীয় সময় সোমবার (২২ অক্টোবর) জর্জ সরোসের নিউইয়র্কের ওস্টেচেস্টার কাউন্টির বাসার পাশে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।  

দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, এটি বিস্ফোরিত হয়নি।

বোমা স্কোয়াড বিশেষজ্ঞরা এটি নিষ্ক্রিয় করতে সমর্থ হন।  

পুলিশ তাদের বিবৃতিতে বলছে, ওই আবাসিক অঞ্চলের এক কর্মী একটি প্যাকেট খোলেন। এর ভেতর বিস্ফোরক দ্রব্যের মতো কিছু দেখতে পান। এরপর সে বেডফোর্ড পুলিশকে বিষয়টি জানান।  

তবে সে সময় সরোস তার বাসায় ছিলেন না। এ বিষয়ে ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরোতে (এফবিআই) বিষয়টি তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।