ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৮৯ আরোহী নিয়ে ইন্দোনেশীয় প্লেন বিধ্বস্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
১৮৯ আরোহী নিয়ে ইন্দোনেশীয় প্লেন বিধ্বস্ত লায়ন এয়ারের বিধ্বস্ত হওয়া একটি প্লেন, ছবি: সংগৃহীত

ঢাকা: ১৮৯ আরোহী নিয়ে লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণের পরই বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ প্লেনটি নিখোঁজ হয়ে যায়।

কর্মকর্তারা বলছেন, ফ্লাইটটি জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে সোমবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এর ১৩ মিনিট পর অর্থাৎ ৬টা ৩৩ মিনিট থেকেই প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।

যা মাত্র এক ঘণ্টা পরই ৭টা ২০ মিনিটে অবতরণের কথা ছিল। বিধ্বস্ত প্লেনের যাত্রীদের ধ্বংস হওয়া মালামাল, ছবি: সংগৃহীতদেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ ইউগি বাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেশের পশ্চিম জাভা প্রদেশের কারাওয়ং বে-তে ঢুকে পড়েছিল প্লেনটি। পরে সমুদ্রের মধ্যে বিধ্বস্ত হয়ে যাওয়া প্লেনটির খোঁজ পাওয়া যায়। যার অবস্থান যেখান থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, তার দুই নটিক্যাল মাইলের মধ্যেই। এছাড়া ঘটনাটি জাকার্তা থেকে ৩৪ নটিক্যাল মাইল দূরের উপকূলে।

এর আগে সংস্থাটির মুখপাত্র ইউসুফ লতিফ জানিয়েছেন, এটি নিশ্চিত যে, প্লেনটি বিধ্বস্ত হয়েছে।

লায়ন এয়ারের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ফ্লাইটটিতে ঠিক কি ঘটেছিল, তা এখনও জানা যায়নি। তবে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

প্লেনটি নিখোঁজ হওয়ার পর থেকেই ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করে এবং উদ্ধার অভিযানে নামে। নৌকা এবং হেলিকপ্টারসহ ১৩০ জন উদ্ধারকারী এর উদ্ধার তৎপরতায় কাজ করছেন। বিধ্বস্ত প্লেনের যাত্রীদের ধ্বংস হওয়া মালামাল, ছবি: সংগৃহীতএদিকে, ইন্দোনেশীয় সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট বলছে, প্লেনটিতে দুই নবজাতক, এক শিশু, দুই পাইলট এবং ছয়জন কেবিন ক্রুসহ ১৮৯ জন আরোহী ছিলেন। প্রাথমিক জানা যায়নি এর আরোহীদের জাতীয়তা।

ওই প্লেনটির দুই পাইলটের ১১ হাজার ঘণ্টার চেয়েও বেশি উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে।

২০১৪ সালের ডিসেম্বরে ওই জাভা প্রদেশের সমুদ্রে ১৬০ জন আরোহী নিয়ে এয়ার এশিয়ার কিউজেড-৫৮০১ ফ্লাইট বিধ্বস্ত হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
আরআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।